তোমরা অনেকে Theme নিয়ে দেখলাম ব্যাপক টেনশনে আছো। তাই আজকে আমরা দেখবো থিম কিভাবে লিখতে হয়। ইংরেজিতে থিম বলতে বুঝায় সাধারনত কোন কবিতার মূলভাবকে। তো তোমাকে থিম পারতে হলে প্রথমে ই যেটা করতে হবে তা হলো ওই কবিতাটি খুব ভালো করে কয়েকবার পড়ে বুঝা। তুমি যদি পড়ে একটুও বুঝাতে পারো তাইলেও বানিয়ে লিখতে পারবে মোটামুটি। আর যারা মনে করো পড়ে একদমই বুঝতে পারবা না তোমরা একটা কৌশল আপ্লাই করবা প্রথমে ওই কবিতাটা কি সম্পর্কে বলা হয়েছে এমন দু'এক লাইন লিখে কবিতা থেকেও দু'এক লাইন তুলে দিবা। আবার লাস্টের ফিনিশিংটা নিজেই বানিয়ে লিখে শেষ করবা। মেইনলি থিম ওরাই ভালো পারবে যারা একটু বানিয়ে লিখার স্কিল রাখে। সো,বুঝতেই পারছো এখানে মুখস্থের কিছু নেই। তোমাকে জাস্ট বুঝে বুঝে পড়ে দেন লিখতে হবে। আমি তোমাদের সুবিধার্থে কয়েকটি কবিতার থিম নিচে দিয়ে দিচ্ছি। কয়েকটি আউট অফ সিলেবাসও আছে কারন অনেক সময় দেখা যায় বাহির থেকেও আসে যদিও পসিবিলিটি অনেক কম। এগুলো কিন্তু ঢাবি এডমিশনেও থাকতে পারে যেহেতু আগামীবছর থেকে লিখিতও এড হচ্ছে। সো,ভালোভাবে পড়ে দেখো। ...